নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি পৌরসভার মেয়র ও নাজিরহাট পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। স্হানীয় সরকার বিভাগ আজ (১৯আগস্ট) সোমবার এক প্রঞ্জাপনের মাধ্যমে এই তথ্য জাননো হয়েছে।
অপসারীত জনপ্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী নাম সরকারি প্রঞ্জাপনে উল্লেখ করা হয়েছে।
বিশেষ পরিস্থিতিতে অত্যবশকিয় বিবেচনায় সরকার জনস্বার্থে যে কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলাপরিষদ, উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করতে পারে এবং সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারে।
এই আইন অনুযায়ী অপসারণকৃত জনপ্রতিনিধির স্হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দিতে পারে। এইস্হলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে বদ্ধপরিকর এবং সকলের সহযোগিতা কামনা করেন।