চট্টবাণী: মমতা মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন (ক্লিনিক) এর পুরস্কার লাভ করেছে।
গত (১১ জুলাই ) বৃহস্পতিবার রাজধানী ঢাকার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয় মমতাকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। মমতা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা হিসেবে এ পর্যন্ত ১৬ বারের মতো অর্জন করেছে জাতীয় এই মহতী পুরস্কার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান। এছাড়াও জেলা ও বিভাগীয় শ্রেষ্ঠ সংগঠন হিসেবেও পুরস্কৃত হয় মমতা। শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মমতার পরিচালক তৌহিদ আহমেদ বলেন, মমতা এখন শুধু চট্টগ্রামে নয় বরং সারাদেশের মধ্যে একটি বিশ্বস্ত ও আস্থাভাজন প্রতিষ্ঠান।
সরকারের কাছ থেকে এ পুরস্কার প্রাপ্তি আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব।
আরও বিশেষ ভাবে উল্লেখ্য যে, চলতি বছরে মমতার প্রধান নির্বাহী, ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের প্রাক্তন জেলা গভর্নর আলহাজ্ব রফিক আহমদ একুশে পদক পেয়েছেন।