খেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে নিজের প্রথম ওভারে অবশ্য খরুচে ছিলেন সাকিব আল হাসান। তবে দ্বিতীয় ওভারে এসেই এনে দিলেন ব্রেকথ্রু।
রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছালেন তিনি।
চতুর্থ ওভারের চতুর্থ বলে সাকিবের করা ডেলিভারি জায়গা বানিয়ে খেলতে গিয়ে তুলে দেন রোহিত। মিড অফে অনেকটা সময় পাওয়ার পর ক্যাচটি নেন জাকের আলী। উড়তে থাকা ভারতীয় অধিনায়ক ১১ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে। সঙ্গে বিরাট কোহলির সঙ্গে ভাঙে ৩৯ রানের জুটিও।
এবারের বিশ্বকাপে সবমিলিয়ে ছয় ম্যাচ খেলে ৩ উইকেট পেলেন সাকিব। প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো উইকেট না পেলেও নেপালের বিপক্ষে করেন দারুণ বোলিং। ৯ রানে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটিতে তিনি নেন ২ উইকেট। এরপর সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল না করলেও ভারতের বিপক্ষে করেছেন। আর গড়েছেন মাইলফলক।