নুরুল আবছার নূরী : স্মার্ট কার্ড দিয়ে ২২টি সেবা পাওয়া যাবে। শুধু ভোট দেওয়ার কাজ নয় স্মার্ট কার্ড দিয়ে নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যাবে। ১জুন শনিবার সকাল ৯টা থেকে নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকা ভোটারদের র্স্মাট কার্ড বিতরণ শুরু হয়।
নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা বাবু রাজিব ঘোষ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ শাহজাহান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ এয়াকুব, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ সোলাইমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কার্ডের বিকল্প নেই। স্মার্ট কার্ড দিয়ে শুধু ভোট দেওয়ার যাবে তা নয় এটা দিয়ে ২২টি সুযোগ সুবিধা পাওয়া যাবে। নাগরিক সেবা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রুপান্তর করতে এখন থেকে কাজ শুরু করেছেন। বিশ্বের সকল দেশের সাথে তালমিলিয়ে কাজ করতে এই উদ্দ্যাগে গ্রহণ করেছেন। আজ থেকে ৭দিন পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ চলবে।