প্রতিনিধি ২২ মে ২০২৪ , ৯:৫১:২০ প্রিন্ট সংস্করণ
মো: ওমর সিয়াম: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে যশোরের শার্শা উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে ।
২১শে মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা চলে এ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ । এরপর শুরু হয় গণনা । গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে । রাত ১০ টার দিকে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন ।
ঘোষিত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩৭৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সোহরাব হোসেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে অহিদুজ্জামান অহিদ পেয়েছেন ১২২৯১ ভোট , মোটরসাইকেল প্রতিক আব্দুল মান্নান মিন্নু পেয়েছেন ৩৯২৯ ভোট ও ঘোড়া প্রতিক অধ্যক্ষ ইব্রাহিম খলিল পেয়েছেন ১৭৯১ ভোট । উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক আব্দুর রহিম সরদার ২২৯৮৭ ভোট পেযয়ে বিজয়ী হয়েছেন ।
তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মন্টু চশমা প্রতীক পেয়েছেন ১৪৪৫৯ ভোট , শাহরীন আলম ( টিউবওয়েল মার্কা) পেয়েছেন ১৩৮৬৬ ভোট ও তরিকুল ইসলাম ( টিয়া পাখি মার্কা ) পেয়েছেন ৪২১৪ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ( কলস মার্কা ) শামীমা খাতুন সালমা ৪২৬২৩ পেয়ে বিজয়ী হয়েছেন । তার প্রতিদ্বন্দ্বী ( হাঁস মার্কা ) আলেয়া ফেরদৌস পেয়েছেন ৭৭২৯ ভোট ও ( ফুটবল মার্কা ) নাজমুন্নাহার পেয়েছেন ৫১৬১ ভোট ।