নুরুল আবছার নূরী: ২য় দফা ৬ষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ মে মঙ্গলবার। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
নির্বাচন সহকারী রির্টানিং কর্মকর্তা ওউপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনকে সুষ্ট নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। আগামী কাল কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনের মালামাল। অমোচনীয় কালি ব্লট বক্স। আইন শৃঙ্খলা বাহিনীর দল।
ফটিকছড়ি উপজেলা মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৬৪হাজার ৬শত ৭ জন।
পুরুষ ভোটার সংখ্যা ২লক্ষ ৪৫হাজার ৯শত ৩৮ জন।মহিলা ভোটার সংখ্যা ২লক্ষ ১৮হাজার ৬শত ৬৭ জন। হিজরা সংখ্যা ২ জন।মোট ভোট কেন্দ্র ১৪২টি। বোথ ১০০২টি।প্রিসাইডিং কর্মকর্তা ১৪২ (এক শত বিয়াল্লিশ)জন।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ১০০২(এক হাজার দুই) জন। পুলিং কর্মকর্তা ২০০৪(দুই হাজার চার) জন। RAB ১পাল্টুন,বিজিবি ৬পাল্টুন, পুলিশ ১০০০,আনসার ২০০০,নির্বাহী ম্যাজিস্ট্রেট-২৬ জন, বিজিবি স্টাইকিং ফোর্সেস, পুলিশ স্টাইকিং ফোর্সেস মাঠে কাজ করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায় আজ মধ্য রাত থেকে (১২টা পর) সকল ধরনের প্রচার বন্ধ হয়ে যাবে।