ক্রীড়া ডেস্ক: চট্টগ্রামের শেরশাহ কলোনি দাবা ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন রেপিট রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন করলেন সাবেক সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।
তিনি আজ শুক্রবার সকালে নগরীর শের শাহ মাজহারুল আলম হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দাবা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী আয়োজনের সূচনা করেন।
এসময় আর ও অন্যতম উদ্ধোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
আয়োজক কমিটির সদস্য মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ এইচ এম সোহেল , সিসিপিএর উপদেষ্টা সদস্য প্রফেসর মোঃ মহসিন জামাল পাপ্পু,সিসিপিএর সভাপতি মোঃ শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ( দাবা জাহাঙ্গীর),উপদেষ্টা সদস্য মোঃ ফজলুর রহমান বাপ্পী, মোঃ রুহুল আমিন।
টুর্নামেন্টের চীফ অরবিটার প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি অরবিটার মোঃ আসিফ মাহমুদ।
টুর্নামেন্টে চট্রগ্রাম জেলার দাবাড়ু দিব্য দাশ গুপ্ত পূর্ণ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, রানার্স আপ সবুজুর রহমান, ৩য় স্থান মিন্নাত আলী খান,৪র্থ ফজলুর রহমান বাপ্পী অর্জনে প্রাইজমানি পুরস্কার লাভ করেন। টুর্নামেন্টে ৬০ খেলোয়াড় অংশ গ্রহণ করেছে।