চট্টবাণী: কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছে শাহ আমানত বিমানবন্দরের এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা।সোমবার (২২ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে তিন যাত্রীর কাছ থেকে এক কেজির বেশি ওজনের স্বর্ণ জব্দ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক।
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে দুবাই থেকে সকাল পৌনে সাতটায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান তিন যাত্রী।
তারা হলেন- কক্সবাজারের চকরিয়ার মোবারক আলী, সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ।
তারা এই স্বর্ণ কাপড়ে পেস্টিং করে কম্বলের ভিতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।