সিটি রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ২৯০ পরিবার মাঝে ৪০ কেজি করে ১১ টন ৬০০ কেজি চাউল বিতরণ কর্মসূচি আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সম্পন্ন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
চসিকের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ জিয়াউল হক সুমনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন ইপিজেড থানা আঃ লীগ সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আফজল, ওয়ার্ড সচিব মোঃ মুনসুর খান, সমাজসেবক, ওয়ার্ড আঃ লীগ সহ-সভাপতি সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিন সওদাগর , ইফতেখার আলম, নূরুল আমিন সোহেল, সৈয়দ আনোয়ারুল করিম রুশদি এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সহ চাউল বিতরণ কর্মসূচির সমন্বয়কারী মোঃ দুলাল সহ জেলে পরিবারের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
সাগরে মৎস্য অধিদপ্তরের নির্দেশিত মাছ ধরা বিরত থাকতে অসহায় জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে প্রতি পরিবার দুই দফা ৪০ কেজি করে চাল পাচ্ছেন।