চট্টবাণী: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযুদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সামাজিক সংগঠন ‘শিকড়’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফুটপাত দখলমুক্ত ও অবৈধ হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় মেয়র রেজাউল করিমকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এতে শিকড়’র নেতৃবৃন্দ বলেন, আপনার এই উদ্যোগ জনমনে স্বস্তি এনেছে। আধুনিক সিটি গড়তে এর কোন বিকল্প নেই। এই উদ্যোগ চলমান রাখতে মেয়রকে অনুরোধও জানান তারা
এ সময় চসিক মেয়র বলেন, মানুষের নিরাপত্তা ও নাগরিক সুবিধার জন্য চট্টগ্রাম শহরের সকল ফুটপাত দখলমুক্ত করা হবে; অবৈধ হকার উচ্ছেদ করা হবে। এ উদ্যোগে নগরবাসী ও শিকড়সহ সকল সংগঠনের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাদেক এহতেশাম চৌধুরী কাশফি, সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরী, উপদেষ্টা মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জাফর আল তানিয়ার, কেন্দ্রীয় সমাজ কল্যাণ উপকমিটির সদস্য শাহাদাত নবী কোকা, শিকড়’র আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট রায়হানুর ইসলাম রানা এবং ব্যবসায়ী জাহিদুল রহমানসহ প্রমুখ।