মু.হোসেন বাবলা: ৭ মার্চ সকাল সাড়ে ৯ টিয় নগরীর দামপাড়া পুলিশ লাইনস জনক চত্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। এরপর সিএমপি পুলিশের উদ্যেগে বিভিন্ন কর্মসূচি পালন করে ঐতিহাসিক দিন টিকে স্মরণ করা হয়েছে।
বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে পুনরায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভায় অংশ নেন পুলিশ কমিশনার। এসময় তিনি বলেন, "বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকারের রাজনীতির কবি যিনি বাংলার নিরস্ত্র সাধারণ মানুষকে সশস্ত্র মুক্তিযোদ্ধায় পরিণত করেছিলেন ভালোবেসে মার্চের অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে।
আমি আশা করি, তাঁর অনুভূতির গভীরতা ও স্পষ্টতা সঞ্চারিত হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। তাহলেই একদিন ক্ষুধা-দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি।"
লাখো জনতার সামনে জাতির পিতার সেই ভাষণকে ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দেন।
জেলা প্রশাসক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান , বিশেষ অতিথি জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর আহমদ চৌধুরী।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।