মো: শহিদুল ইসলাম থানচি: থানচিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৭ই মার্চ সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ ভুঁইয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন।
৭ই মার্চ উপলক্ষে প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্র ছাত্রীদের নিকট পুরষ্কার প্রদান হয়। ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দশম ছাত্রী এ্যনি ত্রিপুরা, থানচি কলেজ শিক্ষার্থী থিং কু খুমি প্রমূখ।
বক্তব্যে ৭ই মার্চ বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন পূর্ব পাকিস্তান শাষকগোষ্টির শোষণ নিপীড়ন নির্যাতন বিষয়ে আলোচনা করাসহ,৭ই মার্চকে নিয়ে কবিতা গান গল্প লেখা লেখি বিষয়ে আলোকপাত করা হয়।