মো: শহিদুল ইসলাম শহীদ: থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় স্থানীয় সরকার দিবস। এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে পদযাত্রা পরবর্তী পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৭শে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও থানচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি থোয়াই হ্লা মং মারমা।
এসময় বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ ভুঁইয়া,থানচি থানার এসআই রতন কান্তি দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন,এলজিইডি প্রকৌশলী ইমদাদুল হক,পিআইও সুজন মিয়া।
আলোচনা সভায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসে তার মধ্যে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সেবা নিশ্চিত করা, উপজেলা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ে তা বাস্তবায়ন করা।
এলজিইডি প্রকৌশলী ইমদাদুল হক বলেন, দপ্তরের নিজস্ব গাড়ি না থাকায় দূর্ঘম পাহাড়ি রাস্তা দিয়ে সড়ক শিক্ষা ইত্যাদি উন্নয়ন বাস্তবায়ন সংশ্লিষ্ট কাজের স্থানে তদারকি করা কঠিন হয়ে যায়।
সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ ভুঁইয়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির দর্পণ মাঠে ময়দানে কাজ করেন আপনাদের দৃষ্টিতে কোন সুবিধা বঞ্চিত বা সেবা গ্রহীতা সেবা পাচ্ছে না এমন কিছু জানা থাকলে আমাদের জানান তা আমরা যথাযথ নিয়মে সেবা নিশ্চিত করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, আমরা যে যার অবস্থানে আছি সবাই স্থানীয় সরকারের অংশ,যা জনগণের সেবা দোড়গোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা বলেন, পঞ্চায়েত থেকে ইউনিয়ন কাউন্সিল এখন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের অংশ সবাই জনগণের সেবক, সচেতন জনগণের গৃহ ঠ্যাক্স,জন্ম সনদ,ট্রেড লাইসেন্স ইত্যাদি সেবা গ্রহণ করলে সেবার মান আরো বাড়াতে জনপ্রতিনিধিরা।