নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অপরাধে তিন বেকারিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মাদারবাড়ী ও কদমতলী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে মাদারবাড়ীর থ্রি স্টার বেকারিকে ২০ হাজার, আলাউদ্দিন বেকারিকে ১০ হাজার, কদমতলী মোড়ের অলিম্পিয়া ফুডসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে হাজি বিরিয়ানি হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।