চট্টবাণী: রবিবার ২১ জানুয়ারী চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাকির হোসেন রোডস্থ ফার্মভিলে সুইট এন্ড বেকার্স প্রতিষ্ঠানকে পাউরুটি, বিস্কুট পণ্যের বিএসটিআইয়ের লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২০,০০০/- জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দীন এবং বিএসটিআইয়ের কর্মকর্তা ফারহানা জাহান পারুল ফিল্ড অফিসার (সিএম) এবং সাগর কর্মকার পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক (সিএম) মোঃ মোস্তাক আহম্মেদ।