• মহানগর

    এবার তৎপরতা সংরক্ষিত আসন নিয়ে

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৪ , ১০:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নারী সদস্য হতে এবার তৎপরতা শুরু হয়েছে। চলতি মাসেই ঘোষণা করা হতে পারে তফসিল।

    তাই মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের পাশাপাশি সংসদ সদস্য-মন্ত্রীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
    সংসদের প্রথম অধিবেশনে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।




    দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক ১০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।
    সংসদ অধিবেশন শুরু হওয়ার পরপরই সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। তিনি বলেন, সংসদ সচিবালয়ের পাঠানো ভোটার তালিকা অনুযায়ী এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্বতন্ত্র প্রার্থীরা এবার সর্বোচ্চ ১০টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছেন।




    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ৬৮ জন নেত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এবার মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন-এমন আলোচিত প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের মেয়ে, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মন্ত্রী ড. হাছান মাহমুদের মা অ্যাডভোকেট কামরুন নাহার, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, প্রয়াত আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমদের স্ত্রী শিরিন আহমদ, ডা. আফসারুল আমীনের স্ত্রী কামরুন নেছা, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জুবাইদা সরোয়ার নিপা, সাবেক চসিক কাউন্সিলর রেখা আলম চৌধুরী ও আনজুমান আরা বেগম।




    ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পর ৯০ দিনের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। গত ৯ জানুয়ারি নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হওয়ায় ৮ এপ্রিলের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে।

    দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করার ইচ্ছে রাখি। নেত্রী যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নেবো।

    সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, সংরক্ষিত আসনে মনোনয়ন চাইবো। নেত্রী চাইলে সরকারের উন্নয়নের অংশীদার হবো।

    আরও খবর 25

    Sponsered content