চট্টবাণী: বুধবার ১০ জানুয়ারী চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেসার্স আও-সাফাকা ইন্ডাট্রিজ, সাগরপাড়, দক্ষিন কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রাম নামীয় প্রতিষ্টানটি সিএম লাইসেন্স গ্রহন ব্যতিরেকে মশার কয়েল উৎপাদন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে মামলা দায়েরর প্রস্ততি গ্রহন করা হয়।
এছাড়াও ১।মেসার্স আল আরাফাত ফুড প্রোডাক্টস, হালিশহর, চট্টগ্রাম ২। মেসার্স হালিশহর মার্ট , হালিশহর, চট্টগ্রাম। ৩। মেসার্স সিজল, হালিশহর, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানসমূহকে সু্ইটমিটস, দই পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান বিএসটিআই বিভাগীয় অফিসের চট্টগ্রাম-এর সহকারী পরিচালক (সিএম) মোঃ মোস্তাক আহম্মেদ ও ফিল্ড অফিসার (সিএম) জারিন তাসনিম সিলি'র সমন্বয়ে পরিচালিত হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক (সিএম) মোঃ মোস্তাক আহম্মেদ।