চট্টবাণী: ২ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত চট্টগ্রাম ৮ আসনে নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণকালে একজন স্বতন্ত্র প্রার্থী (ফুলকপি) বিজয় কুমার চৌধুরী কে ৩০,০০০/+ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী কালুরঘাটের কামাল বাজার এলাকায় দৈনিক পত্রিকায় বিধিবহির্ভূত বিজ্ঞাপন দেয়া এবং ফুটপাত দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করার এ দন্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রার্থী জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর পরিপন্থী কার্যক্রম করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় এই দন্ড দেয়া হয়।