• উত্তর চট্টগ্রাম

    রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মির্জা আবু মনসুরের দাফন সম্পন্ন

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নানুপুর মির্জা পরিবারের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের জোনাল কমান্ডার সাবেক সাংসদ বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের জানাজা নানুপুর আবু ছোবহান উচ্চ বিদ্যালয় মাঠে বাদে আছর ৩য় দফায় অনুষ্ঠিত হয়। জানাজা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.পিয়ারুল ইসলাম, আওয়ামী লীগ ফটিকছড়ি উপজেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাপুর রহমান গোলাপ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, সংসদ সদস্য পদ প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, বাংলাদেশ সুপ্রিম পাটি চেয়ারম্যান সংসদ সদস্য পদ প্রার্থী শাহাজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান, জাতীয় পার্টি প্রার্থী মুহাম্মদ শফিউল আজম লিটন,ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খয়রুল বশর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ চেয়ারম্যান, জালাল, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছাপা,বীর মুক্তিযোদ্ধা বাবুল মেম্বার, বীর মুক্তিযোদ্ধা দিদার, বীর মুক্তিযোদ্ধা মরতুজা আলী, বীর মুক্তিযোদ্ধা মির্জা আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার এ টি এম কামরুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শফি উল আজম,ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের আত্নীয় স্বজন। নামাজের আগে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা নেতৃত্বে একটি পুলিশ দল গার্ডঅপ অনার প্রদান করেন। জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




    আরও খবর 27

    Sponsered content