বিনোদন ডেস্ক: সমসাময়িক কিছু বিষয়কে কেন্দ্র করে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস, গানবাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নির ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।
সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে হাজির হয়েছিলেন তাপস ও অপু বিশ্বাস। সেখানে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে খাবারের টেবিলেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টি সমাধান করে নিয়েছেন বলে জানিয়েছেন অপু।
মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাস দেন এই নায়িকা। সেখানে তিনি জানান, তৃতীয় পক্ষের ভুল ব্যাখ্যার কারণে বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। তবে ডিবি প্রধান হারুনের উদ্যোগে খাবারের টেবিলেই বিষয়টির সমাধান হয়েছে।
অপু বিশ্বাস তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আশা করি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরাই খাবারের টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। তাপস ভাইয়া ও মুন্নী ভাবির প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি। মুন্নী ভাবির কাছে আমার অনুরোধ, আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। সবার অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবির সঙ্গে আমার কোনো অভিযোগ বা মনোমালিন্য ছিল না এবং এখনো নেই।’
অপু আরও লিখেছেন, ‘আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন। প্রিয় সাংবাদিক ভাই, বোন ও আমার ভক্তদের উদ্দেশে বলতে চাই, বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি, আপনারা আর এটি নিয়ে মন্তব্য করবেন না।’
সবশেষে অপু বিশ্বাস লিখেছেন, ‘দিনশেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই। কিছুদিন পরেই নতুন বছর আসছে, আশা করি সবাই আমাদের ভুলগুলো শুধরে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।’
এর আগে মঙ্গলবার ডিবি কার্যালয় থেকে বের হয়ে তাপস বলেন, ‘‘কথা প্রসঙ্গে হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনও অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনও ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস যাতে না হয়, সে বিষয়ে।’
তাপস বলেন, ‘আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি। অপুর যার সঙ্গে সমস্যা তার বিষয়ে অপু কথা বলেছে আমার স্ত্রীর সঙ্গে। সেই আলাপনের অংশ বিশেষ কেটে একটি টেলিভিশন চ্যানেল ছেড়ে দিয়েছে। এমনটা হলে তো ব্যক্তিগত কোনো আলাপ করা যাবে না। এ ধরণের ঘটনা যেন না হয় এ বিষয়েই আমরা কথা বলেছি। আমি গণমাধ্যমের বিরুদ্ধে যেতে চাই না। আমি কোনো আইনি নোটিশও পাঠাইনি।’
তাপসের কথায়, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনও আইনি প্রতিযোগিতা করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।’