নুরুল আবছার নূরী : আজ ১৬ ডিসেম্বর শনিবার ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক নানান কর্মসূচি মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে সূর্য উঠার সাথে সাথে ৩১বার তোপধ্বনি, জাতীয় পাতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মওলা বীর প্রতিক গণমিলায়তনে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খয়রুল বশর,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,বীর মুক্তিযৌদ্ধা গোলাপুর রহমান, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব জেবুন নাহার মুক্তা,ভাইস-চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী,ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী (ভূমি) এ.টি.এম.কামরুল ইসলাম, ফটিকছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা, মাস্টার নাছির উদ্দীন চৌধুরী ও পল্লবী খাস্তগীরের যৌথ সঞ্চালনায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের সকল সদস্য ও জাতীয় ৪নেতা ২লক্ষ মায়ের ও দেশ,জাতীর মঙ্গল কামনা মুনাজাত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নুর হোসেন নিযামী।