চট্টবাণী: আওয়ামী লীগের টিকিট না পেয়ে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা ফেরত পেয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।
এর আগে গত ৪ ডিসেম্বর এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।
তিনি বলেন, অনেক ষড়যন্ত্রের পরও সবার দোয়ায় আমি ন্যায়বিচার পেয়েছি। প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি ডবলমুরিং ও পাহাড়তলীর মানুষের ভালোবাসা এবং তাদের ও অসংখ্য নেতা-কর্মীর অনুরোধে। আমি বিশ্বাস করি, আপামর জনসাধারণ আমাকে ৭ জানুয়ারি ভালোবাসার প্রতিদান দেবেন।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম-১০ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়।