নুরুল আবছার নূরী: ২৮ নভেম্বর মঙ্গলবার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে মোঃ আবদুর শুক্কুর নামক এক ব্যক্তিকে ৫ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করে তৎক্ষণাত আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এ,টি,এম,কামরুল ইসলাম।