খেলাধুলা ডেস্ক:ব্যাট হাতে বরাবরের মতোই ব্যর্থ লিটন দাস। নেদারল্যান্ডসের বিপক্ষেও পারলেন না ভালো কিছু করতে।
মাত্র ৩ রান করেই ফেরেন সাজঘরে। পরের ওভারেই বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে আরিয়ান দুতের ডেলিভারি রিভার্স সুইপে খেলার চেষ্টা করেন লিটন। সেই বল গ্লাভসে লাগার পর প্যাডে গিয়ে ক্যাচ ওঠে উইকেটরক্ষকের হাতে। ১২ বল খেলে বিদায় নিতে হয় তাকে। পরের ওভারে ফন বিকের বল ঠিকঠাক বুঝে উঠতে পারেননি তানজিদ। হালকা ব্যাটে লেগে সেটি চলে যায় উইকেটরক্ষকের হাতে। ১৫ রান করে সাঝঘরে ফেরেন এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান।
এর আগে শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে ২৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান করে ডাচরা।