• পার্বত্য চট্টগ্রাম

    সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে লেখাপড়ার বিকল্প নাই: থানচিতে বীর বাহাদুর

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৩:৩৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম (শহীদ): সম্প্রীতির বান্দরবানরে রুপকার নামে পরিচিত পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি ৫ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় থানচি আগমন করেন।




    পরবর্তী উপজেলা বলিপাড়া ও থানচি টাউন হল মাঠে বিভিন্ন উন্নয়নমূলুক কর্মকাণ্ডের শুভ সুচনা করেন সুচনা পরবর্তী আওয়ামীলীগের যুগ্ন সাধারনসাধারন সম্পাদক মুইশৈথুই মারমা রনি এর সার্বিক সঞ্চালনায় উপজেলার বসবাসরত বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

    এতে বিশেষ উপজেলা নির্বাহী অফিসার মোঃআবুল মনসূর,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাশ,জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক তিং তিং ম্যা,জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা প্রমুখ।




    এতে জেলা উপজেলা বিভিন্ন দপ্তের প্রধানগন ও ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




    প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী বলেন, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নাই,সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করতে চাইলে লেখা পড়ার বিকল্প নাই । আমার মা ভাই বোনেরা আপনায় ডিসি এসপি এমপি মন্ত্রী হবেন একদিন যার জন্য লেখা পড়া করতে হবে। যেখানে ক্লাস এইটের বই পাইতে লাইব্রেরিতে লাইন ধরতে হয়,সেখানে আজ বিনামূল্যে বই দেয়া হয়। থানচিতে একটিও উচ্চ বিদ্যালয় ছিলনা আজ সরকারী বিদ্যালয় কলেজ আছে, সামনে কলেজকে ডিগ্রীতে রুপান্তর করা হবে ।