নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা শফিকীয়া দরবার শরিফে আনজুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া বাংলাদেশের ব্যবস্তাপনায়, বারিয়া শফিকুল মুনির যুব কমিটি ও বারিয়া শফিকুল মুনির ওলামা পরিষদের সর্বিক তত্ত্ববদানে পবিত্র জশনে জুলুস সকাল ৯টায় মুনিরুল উলুম বারিয়া ইসলামি দাখিল মাদারসা মাঠ থেকে শুরু হয়ে ধূরুং কাঞ্চননগর সড়ক,ফটিকছড়ি উপজেলা সড়ক,আদালত সড়ক,ফটিকছড়ি সিনিয়র মাদারসা সড়ক,ডাকবাংলা সড়ক, ফটিকছড়ি থানা সড়ক,ফটিকছড়ি কলেজ সড়ক,চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক,উপজেলা বাইপাস সড়ক,ঈদগা সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদারসা মাঠে এসে শেষ হয়।
জুলুছে ছদারত করেন শফিকীয়া দরবার শরীফের সজ্জাদনশীন রহনোমায়ে শরিয়ত ও তরিকত হাদি দ্বীনোমিল্লাত হযরতুল হাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী,এতে উপস্থিত ছিলেন দরবারের বড় শাহাজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদারসা সুপার পীরে তরিক হযরতুলহাজ্ব হাফেজ কারী মাওলানা মোহাহলম্মদ ফখরুদ্দিন কাদের চৌধুরী, মেজ শাহাজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, ফটিকছড়ি উপজেলা ভাইস -চেয়ারম্যান এডঃ মোহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,এডঃ মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম,মাওলানা রিয়াজ মাহমুদ, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মুনিরী, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ বিভিন্ন রাজননৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র এলাকার ও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সর্বস্তরের আশেকে রাসুল (দঃ) শেষে দেশ-জাতি উন্নতি কামনা করে মুনাজাত করেন রাহনোমায়ে শরীয়ত ও তরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনির মাদ্দাজিলুল আলী।