নুরুল আবছার নূরী: ৯ সেপ্টেম্বর শনিবার রাতে চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক, ফটিকছড়ি বাসীর মিলন মেলা ও শিখর নামে ফটিকছড়ির ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফটিকছড়ি সাংবাদিক পরিষদের উপদেষ্টা এ,টি,এম পেয়ারুল ইসলাম।
সভাপতিত্ব করেন সাংবাদিক পরিষদের সভাপতি মহসিন কাজী।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার,মোহম্মদ আনোয়ার হোসেন, সি ,এম,পি কমিশনার কৃষ্ণ পদ রায়,ফটিকছড়ি উপজেলা সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবতাব উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ ছালামত চৌধুরী শাহীন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী,চেয়ারম্যান শফি উল আজম, চেয়ারম্যান মোহাম্মদ ফারুকুল আজম,চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী শিপন, চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, আবছার উদ্দিন চৌধুরী মুন্সি,এডভোকেট মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, বাশঁখালীর এমপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নাদের খান,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ফটিকছড়ি গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দেশাত্মবোধক, ভান্ডারী আঞ্চলিক গান পরিবেশন করা হয়। আড়াঁ ফটিকছজ্যা গান আড়াঁর হালদোখাল(হালদা নদী), আড়াঁর ধূরুং খাল(ধুরুং নদী), আড়াঁর লেলাং খাল(লেলাং নদী) আড়াঁর সত্তার খাল (সত্তা নদী) ইত্যাদি ফটিকছড়ি আঞ্চলিক ভাষায় কথা মাধ্যমে শুরু ও শেষ হয় মিলন মেলা।
দেশ জাতির উন্নতি কামনা করে বিশেষ মুনাজাত করেন মাওলানা কাজী মোহাম্মদ মঈন উদ্দিন আশরাফী।