চট্টবাণী: নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ মো. গিয়াস উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সদরঘাটের আইস ফ্যাক্টরী এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির একটি কারখানার সন্ধান পান গোয়েন্দারা।
সেখান থেকে চক্রের মূলহোতা শহীদুল হক চৌধুরী শাহীনকে (৩৫) গ্রেফতার ও জাল নোট তৈরির মেশিন (প্রিন্টার) উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম এ অভিযান চালায়।
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গ্রেফতার দুইজন দীর্ঘদিন যাবৎ জালনোটের এ কারবার চালিয়ে আসছিল। এছাড়াও তারা এ জালনোট ইয়াবা বেচাকেনায় ব্যবহার করতো।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।