• উত্তর চট্টগ্রাম

    ইউপি চেয়ারম্যান হয়ে বিয়ে পিড়িঁতে ফটিকছড়িতে এই প্রথম !

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ১০:০০:৪৯ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিয়ের পিড়িতে বসার খবর ফটিকছড়িতে এই প্রথম। উপজেলার শস্যভাণ্ডার হিসেবে খ্যাত খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বিয়েতে বসার মধ্যে দিয়ে নতুন এ রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন।

    উপজেলার ১৮ ইউনিয়ন ও দুইটি পৌরসভায় এ পর্যন্ত যে’ কটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তন্মোধ্যে খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বাদে অন্যান্য মেয়র -চেয়ারম্যানরা বিবাহিত ছিলেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম একমাত্র খিরামের সৌরভ।




    গত ইউপি নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাক লাগান ম্যানেজমেন্টে এমবিএ করা এ যুবক।

    জানা গেছে, আগামীকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার আছরের নামাজের পর নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা শাহী মসজিদে তাঁর আকদ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    চেয়ারম্যানের হবু স্ত্রীর নাম ফওজিয়া নাহিদ লিজা। শিক্ষাগত যোগ্যতায় তিনি এলএলবি,এলএলএম। পারিবারিক ভাবে তাঁরা চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় বসবাস করলেও গ্রামের বাড়ি ফটিকছড়ির লেলাং ইউনিয়নে।




    আরও খবর 27

    Sponsered content