চট্টবাণী: কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে ভয়াল ২১ শে আগষ্ট স্মরণে ঐতিহাসিক লালদিঘীর মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা ছাত্রলীগ সভাপতি অনিন্দ্য দেব, সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ার, সহ-সভাপতি আবু তৈয়ব মিজান, ইরফান দোভাষ, আনিসুর রহমান আলভী, যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান রিয়াদ, মোহাইমিনুল ইসলাম সামিন, শুভ দাশ, সাংগঠনিক সম্পাদক রবিন দে, দুর্জয় চৌধুরী, দীপক বড়ুয়া, ইসতিব আহমেদ আকাশ, দপ্তর সম্পাদক দ্বীপ কর্মকার, সম্পাদক মন্ডলী সদস্য ইসরাক দোভাষ, অঞ্জন দাশ, অন্তু দাশ, ভাষ্কর নন্দী, মিনহাজুল আবেদীন মিরাজ, ওমর বাদশা, শাহনেওয়াজ আলভী, উপ-সম্পাদক জুনায়েদ, নিবিড় দাশ, নিলম বিশ্বাস, সহ- সম্পাদক অতিন্দ্রীয় আর্চায্য, সদস্য নাইফ বিন তৈয়ব, মোঃ শোয়েব, মোঃ হুজাইফি।
বক্তারা বলেন, ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আজকের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য রাষ্ট্রীয়মদদে গ্রেনেড নিক্ষেপ করেছিল এতে আইভী রহমান সহ ২৪ জন আওয়ামীলীগ নেতা কর্মী নিহত হয়েছিল। তারেক রহমান প্রত্যেক্ষ নির্দেশে এই বর্বরোচিত হত্যাযোগ্য চালানো হয়।
অবিলম্বে খুনী তারেককে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবী জানিয়েছে।