নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ,টি,এম,কারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী , সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা বাবু সমুচয় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খয়রুল বশর চৌধুরী, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।
মাস্টার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী সঞ্চালনায় অন্যান্যাদের উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ছফি উল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এমরান হোসেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন, বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক, ফটিকছড়ি থানা পুলিশ পরিদর্শক মোহা নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী বাবু প্রনেশ মহাজন, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক -শিক্ষিকা, ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন শেখ কামাল একজন বীর মুক্তিযোদ্ধা, একজন ক্রীড়াবিদ,তরুণ প্রজম্মের জন্য অনুস্বরণ করে পথ চলে র্স্মাট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আতে হবে ।পরে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী ও গাছের চার বিতরণ করা হয়।