নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি দক্ষিণ জোন কর্তৃক আয়োজিত শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশ লক্ষ্যে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজে আলহাজ্ব রফিকুল আনোয়ার হল মিলনায়তনে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর সাবেক পরিচালক মাওলানা মোহাম্মদ মাঈন উদ্দিন নূরানী সভাপতিত্বে সকাল ১০অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীরও শিক্ষানুরাগী নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ ফখরুল আনোয়ার।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজের সাবেক এপিপি ও রাজনীতিবিদ এডঃ মীর ফেরদৌস আলম সেলিম।
প্রধান আলোচক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব হোসাইন মোহাম্মদ মুজিবুল হক শাকুর।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ডক্টর তুনাজ্জিনা সুলতানা, নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজন কুমার শীল,নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজে অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া,চট্টগ্রাম ডক্টর ল্যাবের ডাইরেক্টর আলহাজ্ব মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী, ইমাম বোখারী (রহঃ) মডেল হেফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ আবুল হাসেম আলকাদেরী।
নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাস্টার মোহাম্মদ নোমানুর রশিদের সঞ্চালনায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন খিরাম বহুমুখী হেড মাওলানা আহমদ হোসেন রেজভী,শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি দক্ষিণ জোনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ তছলিম উদ্দিন আল কাদেরী,বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলমগীর মাসুদ, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপ-পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন, নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের ব্যাবস্হ্পনা বিভাগের প্রবাসক মেজবাহ উল আলম ভূঁইয়া, গরীবে নেওয়াজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এস,এম, এরশাদ বোকারী,আনজুমানে খুদ্দামুল মুসলিমিন আল-আইন শাখার সদস্য হাফেজ মোহাম্মদ আনোয়ার পাশা বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শহীদুল্লাহ দারুসসুন্নাহ কাদেরী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল -কাদেরী, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর পরিচালক সৈয়দ মিজানুর রহমান, সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।