মো: আরিফুল ইসলাম: বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকার সোনাইছড়ি পাড়ার দূর্গম পাহাড়ি সুবিধাবঞ্চিত স্কুলে ১ টাকায় কাচ্চি ও শিক্ষা সামগ্রী উপকরণ উপহার দিয়েছে মানবিক সংস্থা ‘এক টাকায় আনন্দ’।
রবিবার ৩০ শে জুলাই দুপুরে উপজেলার দূর্গম পাহাড়ি জায়গায় অবস্থিত অসচ্ছল সুবিধাবঞ্চিত স্কুলে চিত্র অংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, শিক্ষা সামগ্রী উপকরণ উপহার ও ১ টাকায় কাচ্চি বিক্রয় করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব জানিয়েছে, দূর্গম এলাকা এবং যাতায়াতের জন্য দূরের পথ হওয়ায় যেখানে কোনো সহায়তা পৌছায় না। তাই ‘এক টাকায় আনন্দ’ টিম সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন ধরণের উপহার পাঠিয়ে তাদের পাশে সার্বক্ষণিক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, কার্য-নির্বাহী সদস্য মুহাম্মদ সাকিব,আব্দুল আহাদ,মুহাম্মদ রায়ান ও স্কুল শিক্ষক শাকেরা বেগম।