নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন (ক্যাফ'র) বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৯ জুলাই শনিবার সকাল ১০টায় ফটিকছড়ি কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা -২০২২ সনদ ও পুরুষ্কার বিতরনী ও সংবর্ধনা সভা কিন্ডারগার্টেন (ক্যাফ) এসোসিয়েশন চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দুল আজদের সভাপতিত্বে আনন্দ কমিনিউটি সেন্টার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সিরাজ দৌল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ. জাহেদ চৌধুরী,ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ও শিশু ও নবজাত রোগের বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ জয়নাল আবেদীন মুহুরী, নায়রায়নহাট ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল করিম।
ক্যাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ চৌধুরীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক,মোহাম্মদ আওরঙ্গজেব, মাস্টার মোহাম্মদ শহিদুল আজম,ছাত্র নেতা মাইনুল করিম সাখি, কাউন্সিলর মাওলানা মোহাম্মদ এহসানুল করিম ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জামালে উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রুপু প্রমুখ।
ফটিকছড়ি উপজেলা ৫৬টি কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণ করেন ১২৬০জন। প্রায় ২০০জন ছাত্র -ছাত্রীকে বৃত্তি প্রদান করেন। তম্মধ্যে ৭জন গোল্ডেন মেডেল, ট্যালেন্টপুল ৮জন, বিগ্রেড ৩৯ জন ও ১৪৬ জন ছাত্রকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষিত,সু-নাগরিক হতে কিন্ডারগার্ডেন শিক্ষার বিকল্প নেই। তাই বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাঁকে ভোট দিয়ে ক্ষমতার আনতে হবে।