নুরুল আবছার নূরী : ২৫ জুলাই মঙ্গলবার বারিয়া শফিকুল মুনির যুব কমিটি ফটিকছড়ি পৌরসভা শাখার উদ্দ্যেগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফটিকছড়ি কোর্ট জামে মসজিদে পৌরসভা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান দীর্ঘদিন বিদেশ সফর শেষে দরবারে প্রত্যবর্তন করায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন মুনিরুল বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ রাশেদুল আলম শফিকী।
ফটিকছড়ি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন আরিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে বারীয়া মুনিরীয়া আহমদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক মাস্টার মোহাম্মদ আমান উল্লাহ, বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা সিনিয়র জর্জ আদালতের সিনিয়র এডঃ মোহাম্মদ রেজাউল করিম,নাজিরহাট পৌরসভার গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাস্টার মোহাম্মদ সাইফু উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার মোহাম্মদ রাহাদ চৌধুরী, বারিয়া শফিকুল মুনির যুব কমিটি কামরাঙ্গা পাড়া শাখার সভাপতি মোহাম্মদ ফিরুজ আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রনি দপ্তর সম্পাদক মোহাম্মদ দেলা মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, শোহদায়ে কারবালা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সত্য-মিথ্যার পরিচয় দিয়ে হবে। তিনি আরো বলেন, আহলে বাযেতগণ কঠিন বিপদের সময় নামাজ, কোরান তেলাওয়াত বন্ধ করেননি আমরা ও সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন ও পারিবারিক সামাজিক জীবনকে সুন্দর করে সাজাতে হবে এবং নিয়মিত দরবারে আসা যাওয়ার মধ্যে দিয়ে আদর্শ জীবন গঠন করতে পারে।
পরিশেষে দেশ জাতি তথা মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা কররন মাওলানা মোহাম্মদ রাশেদুল আলম শফিকী।