নুরুল আবছার নূরী : ২৬ জুলাই বুধবার বিকেল ৩টায় ফটিকছড়ি পৌরসভা কর্তৃক আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা মাঝে ফটিকছড়ি পৌরসভা বৃত্তি প্রদান অনুষ্ঠান জে ইউ পার্কে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও বৃত্তি প্রদান কমিটির আহবায়ক মোহাম্মদ আবু হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, র্স্মাট বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষার বিকল্প নেই।
প্রধান আলোচক আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা ছত্রলীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন।
অতিথি ছিলেন ১নং প্যানেল মেয়র মোহাম্মদ গোলাপ মাওলা গোলাপ,২ নং প্যানেল মেযর মোহাম্মদ হেলাল উদ্দিন,৩ নং প্যানেল মেয়র ফিরোজা বেগম,মহিলা কাউন্সিলর সেলিনা আকতার, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, কাউন্সিলর মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ আলা উদ্দিন রাকিব,মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ জহির উদ্দিন বাবর,কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন।
কাউন্সিলর মাওলানা মোহাম্মদ এহেছানুল করিম সঞ্চালনায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু তাহের আলকাদেরী,ঈসাম আবু হানিফা (রহঃ) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু বকর, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শহিদুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক, অভিবাবক মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ বেলাল উদ্দিন সুমন প্রমুখ।
পরে মেধাবী শিক্ষার্থীরা মাঝে বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।