• মহানগর

    ইপিজেডে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ১১:০০:১৭ প্রিন্ট সংস্করণ

    মু: হোসেন বাবলা: চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা জাতীয় পার্টি (জাপা)’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল ২১জুলাই, শুক্রবার সন্ধ্যায় বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে পার্টির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নগর জাপার সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলাম।




    বিশেষ অতিথি ছিলেন নগর যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেন জেকি।

    আরও বক্তব্য রাখেন ইপিজেড থানা জেপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এম. বরকত উল্লাহ খান, হালিশহর থানা জাপার সভাপতি মোঃ নুরুল ইসলাম,জাপা নেতা মোঃ জাহিদ হোসেন কোং, মোঃ মনিরুল ইসলাম, জাতীয় মহিলা পার্টির নেত্রী মারুফা আক্তার,সাজু আক্তার প্রমুখ।




    অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ৬৮ হাজার গ্রাম ও উপজেলা করণের রুপকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণমানুষের হৃদয়ে চিরদিন অমর হয়ে বেঁচে থাকবেন। তিনি পল্লীর উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে অমরণ চেষ্টা করে গেছেন।

    পরিশেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে।




    আরও খবর 25

    Sponsered content