প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ১২:১২:০৭ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: ১৬ জুন রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসূরের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে হোটেল মালিক, বোট মাঝি ও গাইডদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াহ্লা মং মারমা,সহকারি কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, প্রকৌশলী(এলজিডি) এমদাদুল হক ও থানচি থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক,ভাগ্যচন্দ্র ত্রিপুরা, চেয়ারম্যান, ২ নং তিন্দু ইউনিয়ন ও বোট মালিক সমিতির দ্বায়ীত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকল পর্যটক তাদের ভ্রমণ স্থানে যাওয়ার পূর্বে অবশ্যই সবকিছু এন্ট্রি করে যেতে হবে।
সকল পর্যটক ও বোট মাজি রেমাক্রি পর্যন্ত যেতে পারবে তবে দুই দিনের বেশি সেখানে অবস্থান করতে পারবে না।
আর হোটেল মালিক বোট মাঝি বা গাইড কোন প্রকার অনৈতিক কাজে জড়িয়ে পড়লে প্রশাসন করতে আইনানুর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।