প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ১১:৪২:২৬ প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক: নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ১৪ জুলাই, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম-পিপিএম (বার) ।
সারা দেশের ৩২ টি বিশ্ববিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। চট্টগ্রাম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট আটটি দল। এখান থেকে সেরা দুটি দল ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ,সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস,সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাবেক ফুটবল সম্পাদক মোঃ ইউসুফ,সিডিএফ সভাপতি এস, এম শহীদুল ইসলাম,প্রথম আলোর আবাসিক সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী,সিজেকেএস যুগ্ন-সম্পাদক আমিনুল ইসলাম আমিন,কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,একেএম আক্তার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশিদ সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
টুর্নামেন্টের প্রথম খেলায় সাউদার্ন ইউনিভার্সিটি ৩-০ গোলে ইসলামী ইউনিভার্সিটির বিরুদ্ধে জয়লাভ করে। এই খেলায় হ্যাট্রিক করে জয়ী দলের ফাহিম সোহেল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।