নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানাধীন বালিগাঁও কাঠপট্টি বাজারের মেসার্স মুজিবুর রহমান টিম্বার ট্রেডার্স নামক দোকানের মালিক কাঠ ব্যবসায়ী মোঃ পারভেজ খাঁন চট্টগ্রাম বন্দর থেকে কাঠ ক্রয় করার উদ্দেশ্যে গত ০৯ জুলাই, ২০২৩ খ্রিঃ জিইসি মোড়ে বাস থেকে নেমে ভোর অনুমান ০৪:১৫ ঘটিকার সময় নগরীর চকবাজার থানাধীন জিইসি মোড়স্থ ব্যাংক এশিয়ার সামনে থেকে চট্টগ্রাম বন্দর যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত নাম্বারের একটি বাসে উঠেন। ওয়াসা মোড়ে দক্ষিণ পার্শ্বে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে ফ্ল্যাইওভারের কাজ চলমান থাকায় বাসটি ডান পাশের রোড দিয়ে লালখান বাজার ইস্পাহানী মোড়স্থ জিইসি গামী আক্তারুজ্জামান ফ্লাইওভারে উঠে অজ্ঞাতনামা হেলপার বাসের গেইট বন্ধ করে দেয় এবং সাথে সাথে বাসে যাত্রী ছদ্দবেশে বসে থাকা অজ্ঞাতনামা বিবাদিরা তাকে এলোপাথাড়ি মারধরসহ ছোরা দ্বারা আঘাত করে তার পকেটে থাকা ০১টি মানিব্যাগ ছিনিয়ে নেয়, যাতে নগদ ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত) টাকা ছিল, তার প্যান্টের বাম পকেটে থাকা Oppo ব্র্যান্ডের ০১টি মোবাইল ফোন, ০১টি টাইটান মডেলের হাত ঘড়ি এবং তার সাইট ব্যাগে থাকা ব্যবহৃত কাপড়-চোপড় জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ফ্ল্যাইওভারের উপর তাকে লাথি দিয়ে গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায়।
ঘটনা সংক্রান্তে সিএমপি খুলশী থানায় লিখিত এজাহার প্রাপ্তির পর খুলশী থানার বিভিন্ন অফিসারের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল নগরীর বিভিন্ন জায়গায় প্রায় ৭৭টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় ও সিএন্ডবি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দস্যুতার ঘটনার মূল হোতা মোঃ আজিমসহ মোঃ সাজ্জাদ হোসেন আজাদ, মোঃ নিশাদ, মোঃ মুন্না ও সাইফুল ইসলাম নাঈমকে গ্রেফতার করেন।
আটককৃতদের দখল থেকে উক্ত ঘটনায় ব্যবহৃত বাস যাহার রেজিষ্ট্রেশন নং-চট্টমেট্রো-জ-১১-২০২১, বাদির ছিনতাই হওয়া কালো রংয়ের মানিব্যাগ, জামাকাপড় এবং নগদ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।