প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৮:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী : কিডনি রোগী আকিলের চিকিৎসার জন্য “কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম” এর আর্থিক তহবিল থেকে অসুস্থ আকিলের পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৫ জুন এই আর্থিক সহায়তার সময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া-সমিতি চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সালাহ্ উদ্দিন দিনার,অর্থ সম্পাদক নাজিম উদ্দিন,তথ্য প্রযুক্তি ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক নুরুল কবির,দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম এবং ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট হিজবুল হক। আর্থিক সহায়তা পরবর্তী আকিলের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়ের ৯নং ওয়ার্ড নয়াপাড়ার স্হায়ী বাসিন্দা আহমদ ছফার সন্তান মোহাম্মদ আকিল হোসেন বয়স (১৮) বেশ কিছুদিন যাবৎ তার ২টি কিডনি নষ্ট হয়ে চিকিৎসাধীন আছে। তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে “কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম” অসুস্থ আকিলের জন্য এই আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।