অরুন নাথ: রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রাউজান উপজেলা শাখা ব্যবস্থাপনায় রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাফলঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়েছে।
গত ৭ জুন বুধবার সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পযর্ন্ত হযরত শাহসুফী সৈয়দ মাগন হাজী (রহঃ) আব্দুল অদুদ চৌধুরী সুন্নিয়া মাদ্রাসায় আয়োজিত এ চিকিৎসা ক্যাম্প বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেন রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এর পরিচালক লায়ন ডা.নারায়ণ চন্দ্র নাথ।
চর্ম, এলার্জি, ডায়াবেটিস ও ফ্যামিলি মেডিসিন চিকিৎসা সেবা প্রদান করেন,ডা.দীপক সরকার, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. নাজমুল হাসান ভূঁইয়া।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তসলিমা উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, জিকু দত্ত,লক্ষীকান্ত চৌধুরী, মো.সাজ্জাদ, জাহিদুল আলম,নুরুল ইসলাম নাহিদ,ফরহাদ আইমন,শান্তা বড়ুয়া, সাবিনা ইয়াসমিন, সালমা,আফিফা।
এতে চক্ষুসেবা গ্রহণ করেন ১১৩ জন,চর্ম এলার্জি চিকিৎসা করেন ৯৭ জন,ওষুধ পান ১২০ জন সহ মোট চিকিৎসা গ্রহণ করেন ২১০ জন।