নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে দু'দুবার ছেলেকে বাল্য বিয়ে করানোর অপরাধে ফরিদা আকতার নামে এক বরের মা'কে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত৷ শুক্রবার ৭ জুন রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে একখুলিয়া গ্রামে মোহাম্মদ শিকদার বাড়ী এ ঘটনা ঘটে৷ আসামী ফরিদা সুন্দরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একখুলিয়া গ্রামের মোহাম্মদ ইউনুসের স্ত্রী।
জানা যায়, শুক্রবার উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের বাবুনগর বোর্ড স্কুল এলাকার জিয়াউল গোমস্তার বাড়ীর ৮ম শ্রেণীতে পড়ুয়া ১৫বছর বয়সী এক শিক্ষার্থীকে বিয়ে করানো ও এ ধরনের বেআইনি কাজে জ্ঞাত হওয়া স্বত্বেও ছেলেকে নিষেধ না করে বরং সহায়তা করায় ছেলের মা'কে এ দন্ড দেয় আদালত।
এর আগে একই ছেলে গত ১৫ মে ১৫ বছর বয়সী আরেক মেয়েকে হলফনামা করে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের অপরাধে মেয়ের মা হিরা মনি(৩০) কে ৬মাসের কারাদন্ড প্রদান করেছিলো উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি,এম, কারুল ইসলাম।
বর মো. শাহাদাত হোসাইন (৩০) কাতার আর্মীতে চালক হিসেবে কর্মরত রয়েছে বলে বায়োডাটাতে উল্লেখ আছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। তিনি জানান, মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে বর কনে পালিয়ে যায়। জনস্বার্থে এ ধরনের অ'ভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।