নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পুরাতন ব্রীজ (হালদা সেতু) পরিদর্শন শেষে আলোচনা নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরীর সভাপতিত্ব জেলা পরিষদ মার্কেট চত্বরে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ,বি,এম,আমিন উল্লাহ নূরী।
বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এটি,এম পিয়ারুল ইসলাম।
কাউন্সিলর এস,এম,জয়নাল আবেদিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী,ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি,হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য মোঃ রাশেদ, কেন্দ্রীয় বনও পরিবেশ উপ কমিটির সদস্য সানজিদা আকতার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মোঃ আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ আলী আবরাহ দুলাল, নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃহোসেন শহীদ জাফর আলম,সাধারণ সম্পাদক এস,এম,হারেছ মিয়া,নাজিরহাট পৌরসভা কাউন্সিলর মোঃআমান উল্লাহ, কাউন্সিলর মোঃ ওসমান, কাউন্সিলর মো: শাহজাহান, কাউন্সিলর মোঃ মোস্তাফা কামাল, কাউন্সিলর মোঃএয়াকুব, কাউন্সিলর মাওঃমোঃ মনজু মিয়া,কাউন্সিলর মোঃ সোলাইমান, কাউন্সিলর মোহাম্মদ আলী,মহিলা কাউন্সিলর ছলিমা আকতার শিউলী,মহিলা কাউন্সিলর রহিমা আকতার,মহিলা কাউন্সিলর হাসিনা মমতাজ,নাজিরহাট জামেয়া মিল্লায়া আমহদীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এস,এম,খোরশিদুল আলম, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম কিবরীয়া, নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হাবিবুল্লাহ কাশেমী, নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসিনী কুমার দে, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমরান, নাজিরহাট বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির চৌধুরী, রোসাংগিরি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শোয়ইব আল ছালেহী, সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলম, নাজিরহাট পৌর আওয়ামীলীগ নেতা মোঃ রাশেদ,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা,নাজিরহাট পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা ও দুই উপজেলার জনসাধারণ।
প্রধান অতিথি বলেন, ব্রিটিশ আমলে নির্মিত পুরাতন ঝুকি পূর্ণ ব্রীজটির পাশ্বে একটি বেইলী ব্রীজ দ্রুত নির্মাণের ব্যবস্থা করা হবে।