অরুন নাথ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত জাতীয় মহিলা সংস্থা রাঙ্গামাটি জেলা শাখার উদ্যেগে ৮জুন সংস্থার কর্মকর্তা প্রমেষ চাকমার সঞ্চালনায় উঠান বঠৈক অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও জামস সদস্য মনোয়ারা আক্তার জাহান,জামস সদস্য রিমি চাকমা প্রমুখ।
'অংশী জনের অংশীজন' এই স্লোগানকে সামনে রেখে নারীদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর ও নারী উন্নয়ন সবখানে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে বলেন, নারীরা জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ, আর্মি,বিমান বাহিনী, প্রতিটি সেক্টরে নারীরা পুরুষের সমান তালে কাজ করছে।এটা শেখ হাসিনা সরকারের অবদান। যৌতুক,বাল্য বিবাহ, নারী পাচার রোধ জরুরী সেবা নিয়ে আলোচনা করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক বৈশালী চাকমা ও প্রশিক্ষণার্থীগন।