ক্রীড়া প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ইং কর্ণফুলী উপজেলা জোনের প্রস্তুতি সভা ৮জুন দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে সদ্য অনুষ্ঠিত প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ'র সভাপতিত্বে, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক'র সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, যুব উন্নয়ন অফিসার এনামুল হক সরকার, ক্রীড়াবিদ শেখ মুহাম্মদ মেম্বার, এম এ রহিম, মোঃ ফরহাদ জিতু, ওয়াজ উদ্দিন আজাদ, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ জুন কর্ণফুলী উপজেলা আব্দুল জলিল চৌধুরী কলেজ মাঠে জোনের খেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। কর্ণফুলী এলাকার প্রতিটি ইউনিয়নকে প্রস্তুতি গ্রহণ করার জন্য জানানো হয়েছে।