অরুন নাথ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষার সর্বমোট অংশ নেওয়া ১ লক্ষ ১৫ হাজার ২২৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন বরিশালের অমৃতলাল দে কলেজের মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা শিক্ষার্থী অয়ন চক্রবর্তী।
নৈর্ব্যত্তিক, লিখিত এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর ভিত্তি করে মোট ১২০ নম্বর পরিক্ষায় অয়ন চক্রবর্তী পেয়েছেন ১০৪ নম্বর।
তার রেজাল্টের খবর পেয়ে অমৃতলাল দে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা গর্ববোধ করেন।
অয়ন বলেন, আমার শিক্ষক ও গুরুজনদের আর্শিবাদে রেজাল্ট ভালো করা সম্ভব হয়েছে। সবার আর্শিবাদ কামনা করছি।