• উত্তর চট্টগ্রাম

    শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে: খাদিজাতুল আনোয়ার সনি

      প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ১০:৫৩:০৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন নৌকা মানে উন্নয়ন। শেখ হাসিনার নেতৃত্বে নৌকার সরকার ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। অতীতে অন্য কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে শিক্ষা-চিকিৎসাসহ অবকাঠামো খাতে অভূতপূর্ব যে উন্নয়ন সাধিত হয়েছে তা এগিয়ে নিতে হলে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।




    ৫ জুন সোমবার দুপুরে ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন খাদিজাতুল আনোয়ার সনি।

    তিনি আরো বলেন, জানুয়ারীর প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে ফ্রি বই বিতরণ হচ্ছে আওয়ামীলীগের বড় অর্জন।




    বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব সাহার সভাপতিত্বে ও যুবলীগ নেতা লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসানুল কবির, মোঃ শরীফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ, নানুপুর ইউপি চেয়ারম্যান মোঃ শফিউল আজম, পুলিশ পরিদর্শক আরিফুর রহমান, সমাজ সেবক মোঃ পারভেজ আলম হিরা, যুবলীগ নেতামোঃ সাহেদুল আলম সাহেদ, মোঃ মাইনুল করিম সাউকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ রায়হান রুপু, মোঃ মহিন মেম্বার, মোঃ কাশেম মেম্বার,মোঃ রমজান আলী মেম্বার প্রমুখ।




    আরও খবর 27

    Sponsered content