প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১২:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ও ধাঁওয়া-পাল্টা ধাঁওয়ার ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। ২৮ মে রবিবার দুপুর ২টার দিকে ফটিকছড়ি কলেজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুমপান করাকে কেন্দ্র করে উপজেলা সদরে অবস্থিত ফটিকছড়ি কলেজে ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের জামাল গ্রুপ ও সাজ্জাদ গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাঁটা-কাঁটির এক পর্যায়ে হাতা-হাতি ও ধাঁওয়া-পাল্টা ধাঁওয়া মতো ঘটনা ঘটে । এতে উভয় পক্ষের ৭/৮ জন কর্মী আহত হয়।
পরে খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরে উভয় পক্ষই উপজেলা আ’লীগের এশিয়া প্লাজাস্থ কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়। ঘটনার বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলার জন্য চেষ্টা করেও ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি।