নুরুল আবছার নূরী: ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের আধ্যাতিক সংগঠন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ ফটিকছড়ি কোর্ট পাড় শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শাখার সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ফটিকছড়ি কোর্ট জামে মসজিদে বাদে মাগরিব অনুষ্ঠিত হয়।
এতে মেহমানে আলা ছিলেন শফিকীয়া দরবার শরিফের বড় শাহজাদা, মুনিরুল উলম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার পীরে তরিকত হযরতুলহাজ্ব মাওলানা হাফেজ কারী মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আন্জুমানে বারিয়া মুনিরীয়া আহমদিয়া কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাস্টার মুহাম্মদ আব্দুল মন্নান,যুগ্ন মহাসচিব মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য রাখেন মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসারর সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী,ছালেহ শাহ্ বোরহান উদ্দিন (রহঃ)জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী।
মোঃ আনোয়ারা হোসেন রনির সঞ্চচালয় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রয় পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,মহাসচিব মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা মীর মোঃ মহি উদ্দিন ফয়েজী কাউছার,মাস্টার মুহাম্মদ ফোরকান, মোঃ জামাল,মোঃ জাহাঙ্গীর চৌধুরী আব্দুল মাবুদ কাজল চৌধুরী,মোঃ ইকবাল,মোঃ ফসিহ উদ্দিন রাজু, ফটিকছড়ি কোর্ট জামে মসজিদের খতিব মোঃ নুরুল আমিন, বারিয়া শফিকুল মুনিরী যুব কমিটি কোর্ট পাড় শাখার সাধারণ সম্পাদক মোঃ আফজাল আরিফসহ শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, বর্তমান যুব সমাজের চিরত্র নৈতিক অবক্ষয়ে রোধ করতে আধ্যাতিক সংগঠন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের বিকল্প নেই।বর্তমান ফিৎনা ফছাদের সময় নিজের ঈমান ও সৎচরিত্র অধিকারী হয়ে সত্যিকার মোমিন হিসাবে মৃত্যু বরণ করার একমাত্র পথ ও উছিলা হচ্ছে বারিঅ শফিকুল মুনির যুব কমিটি।এটা একটি আধ্যাতিক সংগঠন।পরি শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মুনাজাত করেন মেহমানে আলা পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারি মাওলানা মোঃ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।